thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী

২০১৩ অক্টোবর ২২ ১২:০১:২২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

মঙ্গলবার লেনদেন শুরুর ৩০ মিনিট পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে তিন হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১২টির এবং অপরির্বতিত রয়েছে আটটি কোম্পানির শেয়ার।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট কমে তিন হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ১৬৭ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৭ কোটি টাকা।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর