thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পল্টনে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

২০১৩ ডিসেম্বর ০১ ১৯:৫২:৪৩
পল্টনে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টনে রবিবার অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে একজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন থানার কালভার্ট রোডে ১৮ দলের অবরোধের সমর্থনে হঠাৎ ৩০-৪০ জনের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ এ সময় গুলি চুড়লে এরশাদুর রহমান (৩০) নামে এক অবরোধকারী আহত হন।

এছাড়া মো. জুনায়েদ হোসেন ও আবিদুর রেজা আনাস নামে দুই জনকে আটক করা হয়।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, আহত এরশাদের বাম উরুতে শর্টগানের গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/ডিসেম্বর ০১,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর