thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

তাড়াশে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

২০১৩ ডিসেম্বর ০১ ২০:৫৬:২৮
তাড়াশে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

পুলিশ জানায়, সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শহরে একটি মিছিল বের করে। মিছিলটি জনতা ব্যাংক মোড়ে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় দল ইটপাটকেল ছুড়ে ধাওয়া- পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

এ সময় ইট-পাটকেলের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকান পাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/আরকে/এনডিএস/ডিসেম্বর ০১,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর