‘ভারতও গ্রহণযোগ্য নির্বাচন চায়’

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ দেখতে চায় প্রতিবেশি দেশ ভারত। বন্ধুপ্রতীম প্রতিবেশি এই দেশটির বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তবে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী গত সপ্তাহে ৪ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে দ্য রিপোর্টের সঙ্গে আলাপকালে একথা বলেন। ওই সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, সিনিয়র মন্ত্রীসহ রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘ভারতের কাছে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণই হচ্ছে মূল বিষয়। ভারত বোকার দেশ নয় যে, বাংলাদেশের চেয়ে তারা আওয়ামী লীগকে প্রাধান্য দিবে। প্রতিবেশি হিসেবে ভারতের যতটুকু চিন্তিত থাকা দরকার তারা বাংলাদেশ নিয়ে ততোটুকুই চিন্তিত। বাংলাদেশ নিয়ে তাদের মাথা ব্যথা থাকার কথা নয়। আমিও তেমন দেখিনি।’
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সম্পর্কে এক প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তাকে (প্রণব মুখার্জী) চিন্তিত মনে হয়েছে। তার সঙ্গে কথা বলে আমার আরো মনে হয়েছে, তারা অবশ্যই একটি অর্থবহ, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। সৎ প্রতিবেশি হিসেবে প্রতিবেশির শান্তি, সু-স্থিতি তারা অবশ্যই চান।’
কাদের সিদ্দিকী বলেন, ‘ভারত প্রাধান্য দেয় বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের সমৃদ্ধিকে। সেখানে তাদের মিত্রদল হিসেবে আওয়ামী লীগের নাম সবার আগে চলে আসে। অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা ভারত নিয়ে একটু বেশি ভাবি।’
তিনি বলেন, ‘ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জী আমার বন্ধু নন, বড় ভাইয়ের মতো। তাঁর স্ত্রী আমার মায়ের মতো। কেবল প্রণব মুখার্জীই নন, এমন আরো অনেক ভারতীয় রাজনীতিক আমাদেরকে সম্মানের চোখে দেখেন। আমার মনে হয় ভারত কখনো আমাদের মুরুব্বি হতে চায়নি, সৎ প্রতিবেশি হতে চেয়েছে। কিন্তু আমাদের দেশের কোনো কোনো নেতা ভারতকে তাদের মুরুব্বি মনে করছে।’
তিনি বলেন, ‘আমরা যেভাবে অন্যের ওপর আমাদের কর্তৃত্ব জাহির করি, ভারতের কোনো রাজনীতিক এতটা নোংরাভাবে কারো ওপর কর্তৃত্ব করেন না।’
আশির দশকে টানা ১৬ বছর ভারতে নির্বাসিত জীবনযাপন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ওই সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের যথেষ্ঠ যত্ন করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার এখনও মনে পড়ে, আমার পুরো পরিবার নিয়ে ১৯৮০ সালের ৩০ ডিসেম্বর এক নম্বর সমদার জং বাড়িতে আমরা ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম। আমার মা তার জন্য একটা অখণ্ড পবিত্র কোরআন ও টাঙ্গাইলের শাড়ি নিয়ে গিয়েছিলেন।’
বঙ্গবীর আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘আমরা খুব অভিভূত হয়েছিলাম, মার দেওয়া শাড়িটি হাতে নিয়েই ইন্দিরা গান্ধী কয়েক মিনিটের জন্য ভেতরে গিয়ে পরে এসে আমার আর মার মাঝখানে বসে অনেক কথা বলেছিলেন। ওই সময়ে আমার মাকে তিনি বলেন, ‘তুমি টাইগারের মতো সন্তান জন্ম দিয়ে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মাতার গৌরব অর্জন করেছো।’ সেদিনের সেই স্মৃতি, ছবি এখনও আমাদের হৃদয়ে রেখাপাত করে। আজ মা নেই, আমি যখন সেই ছবি দেখি, মনে হয় সব আছে।’’
কাদের সিদ্দিকী বলেন, ‘তাই শুধু একা মহামান্য রাষ্ট্রপতি নন, আমাদের সঙ্গে ভারতেরই একটা সম্মানজনক মধুর সম্পর্ক রয়েছে। যতদিন সমমর্যাদা পাবো ততোদিন এ সম্পর্ক অবশ্যই বহাল থাকবে।’
মন্ত্রিপরিষদে যোগদানের জন্য সরকারের তরফ থেকে অনুরোধের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘কিছুদিন তো আমিও কতডাক পেলাম উপদেষ্টা হওয়ার জন্য, সরকারের উপদেষ্টা হলে তাও কথা ছিলো, মন্ত্রীর পদ-মর্যাদার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা! উপদেষ্টার প্রতি তো প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস থাকতে হবে। আমার সঙ্গে তার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। আমি কি করে তার রাজনৈতিক উপদেষ্টা হবো। এটা তো মারাত্মক ন্যায়নীতি বিরোধী।’
তিনি বলেন, ‘আমরা তো বারবার বলে আসছি, সরকারপ্রধানের দায়িত্ব সবাইকে নিয়ে চলা। দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে। তারপরও যদি সরকার নির্বিকার থাকে তাহলে মুখে যতো কথাই বলুক সরকার প্রধানকে জবাবদিহি করতেই হবে।’
সঙ্কট নিরসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তাবনা সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার দলের একেবারেই সুনির্দিষ্ট প্রস্তাব, এই ছেলেখেলা নির্বাচনী তফসিল বাতিল করে সংসদের মেয়াদ শেষ হলে সংসদ পরবর্তী ৯০ দিনের নির্বাচনী সরকার গঠন করে সকলকে নিয়ে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে।’
আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ ও মহাজোট ছাড়া কেউ প্রার্থী বাছাই করেনি। তাছাড়া আওয়ামী লীগও নির্বাচন করার জন্য সরকারি মনোনয়নপত্র জমা দেয়নি। শুধু আমি নই সবাই বলছে পাতানো নির্বাচনে আমাদের কোনো সম্মতি নেই। আমরা নির্বাচনে অংশ নিবো না।’
তিনি বলেন, ‘সঙ্কটের সমাধান সবাইকে নিয়ে বসে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের উদ্যোগ নিতে হবে।’
সঙ্কটের সমাধান কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবিধানিক সঙ্কটের কথা বলে উত্তেজনা সৃষ্টির কোন মানেই হয় না। সদিচ্ছা থাকলে অনেক বিকল্প আছে। আর সর্বদলীয় সরকারের যে কথা বলা হয়েছে, এখন যারা সর্বদলীয় সরকারের মন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সংবিধানের বিধান অনুসারে সবাই অবৈধ। সংবিধানে কোনো সর্বদলীয় সরকারের বিধান নেই। মিলে-মিশে কয়েকটি দল সর্বদলীয় সরকার গঠন করে জনগণের ভোট লুট করবে, দেশবাসী তা মানবে না। এগুলো ছেলেখেলার মতো। যারা সংসদে আছে তারা সর্বদলীয় সরকারে, আর যারা নেই, অথবা নিবন্ধিত দল তাদের সবাইকে উপদেষ্টা বানাবেন তারপর নির্বাচন দিবেন, এমন পাতানো নির্বাচন এর আগে কখনো পৃথিবী দেখেনি। এমন আজব নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।’
একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার ৪২ বছর পর বিজয়ের মাসে নিজের প্রত্যাশা ও প্রাপ্তি সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তো আমরা খুব ছোট ছিলাম সেজন্য বেশি কিছু চাইনি। তবে পাকিস্তান আমলে যেমন ছিলাম আমরা কেউ তেমন থাকতে চাই নি। আমরা সম্মান, মর্যাদার সঙ্গে থাকতে চেয়েছিলাম। গরীবের উপর ধনীর জুলুম হবে না, সরকার তস্করের ভূমিকায় নামবে না এমনটাই আশা করেছিলাম। গরীব আরো গরীব, ধনী আরো ধনী হবে না এটাই ছিলো মুক্তিযুদ্ধের চালিকাশক্তি। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আজ ন্যায়-অন্যায় মানবতা সব ভূলুণ্ঠিত। পাকিস্তানের ধনী ২২ পরিবারের বিরুদ্ধে ছিলো আমাদের মুক্তির সংগ্রাম। এখন সেই জায়গায় ২২ লাখ কোটিপতি। তাই অনেক অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি।’
তরুণদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ‘আশার কথা আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়েছি। ভাবি প্রজন্মের মধ্যে যদি জাতীয় আত্মসম্মানবোধ থাকে, তারা বিশ্বের দরবারে যদি খড়কুটো হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে না চায়, তাহলে আমরা ভিনদেশি শত্রুর হাত থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো। আমাদের যোগ্য ভাবি প্রজন্ম অভ্যন্তরীণ শত্রু মোকাবেলা করে বিজয়ী হবে। বিজয়ের জয়টিকা তারা কপালে পরবে। এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘আমরা একটা দেশের, জাতির ভিত রচনা করেছি, নবপ্রজন্ম ইটের উপর ইট রেখে তাতে ইমারত রচনা করবে।’
(দ্য রিপোর্ট/ সাআ/এইচএসএম/ডিসেম্বর ০২, ২০১৩)
পাঠকের মতামত:

- গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮
- চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা
- প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগের নেতাকর্মীরা
- অর্ধেক সময় পেরোলেও নিবন্ধন পেতে সাড়া নেই দলগুলোর
- কেউ ঢাকায় ফিরছেন আবার কেউ ছাড়ছেন
- লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান
- লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০
- মিয়ানমারে ভূমিকম্পে নিহত ২ হাজার ছাড়াল
- ঈদেও ছুটি নেই, যা বললেন বাংলাদেশ অধিনায়ক
- ঈদের দিতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ফিলিস্তিনি
- ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে বিভিন্ন এলাকায়
- সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
- ঈদের ছুটিতে জনশূন্য ঢাকার রাজপথ
- প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
- মেট্রোরেল-আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
- ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেকে
- সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
- বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত
- "ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে"
- বায়তুল মোকাররমে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া
- সুলতানি-মুঘল আমলের ঐতিহ্যে ঢাকায় ঈদের আনন্দ মিছিল
- জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত
- যত বাধাই আসুক, নতুন বাংলাদেশ গড়বই: প্রধান উপদেষ্টা
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান
- ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ
- ঢাকায় কখন কোথায় ঈদের জামাত
- গত দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ
- ভালো আছেন খালেদা জিয়া, লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা
- শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
- চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান
- ভিড় থাকলেও নেই ভোগান্তি, ট্রেন ছাড়ছে সময় মতো
- বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
- ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী চাই : সারজিস
- জনগণ এবার স্বস্তিতে-নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
- বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
- শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক
- সিদ্ধান্ত বদলে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা জনপ্রতি ১২ ডলারে রইল
- ঢাকাকে গুরুত্ব দিয়ে ঈদ-নিরাপত্তায় বিশেষ তৎপরতা
- ঈদে ফিরতি যাত্রার ৭ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
- আজ জুমাতুল বিদা
- স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, নেই যানজট
- বেইজিংয়ে শি জিনপিং ও ড. ইউনূসের বৈঠক
- বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে: আসিফ
- বাংলাদেশ ছাড়ার আগে হামজা: ইনশা আল্লাহ, আবারও আসব
- হাসপাতাল থেকে দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম
- নিরাপত্তা নিশ্চয়তা না পেয়েও ‘হতাশ’ নন জেলেনস্কি
- পুঁজিবাজার সংস্কারে টাস্ক ফোর্সের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
- ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
- ৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
- প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
- দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকুন: ফখরুল
- "প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা"
- গ্যাসপ্রমকে বাংলাদেশে আরো অনুসন্ধান চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার
- রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২৬ দিনে এলো ২৯৪ কোটি ডলার
- রেমিট্যান্সে নয়া রেকর্ড, ২৪ দিনে এলো ২৭৫ কোটি ডলার
- ইউক্রেনে পাকিস্তানের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান রুশ রাষ্ট্রদূতের
- হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র
- মেসিকে ছাড়াই ব্রাজিলের জালে এক হালি গোল দিল আর্জেন্টিনা
- "জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই"
- ‘৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা’
- রেলওয়ের লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেলপথ উপদেষ্টা
- "স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ আর পরাধীন বোধ করবে না"
- একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম
- "বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে"
- ‘জনগণের ভোটাধিকার আদায়ে নির্বাচনের কথা বলে বিএনপি’
- স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- আইপিওর খসড়া সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার টাস্কফোর্সের
- রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে
- উত্তাল তুরস্কে পাঁচ দিনে ১১৩৩ মানুষ আটক
- ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন
- ব্যান্ডপার্টিসহ শতাধিক গাড়িবহর নিয়ে নিজ জেলায় সারজিস
- স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, নেই যানজট
- প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
- ঢাকাকে গুরুত্ব দিয়ে ঈদ-নিরাপত্তায় বিশেষ তৎপরতা
- বেইজিংয়ে শি জিনপিং ও ড. ইউনূসের বৈঠক
- দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকুন: ফখরুল
- নিরাপত্তা নিশ্চয়তা না পেয়েও ‘হতাশ’ নন জেলেনস্কি
- শিক্ষকদের বেতন দিতে আজও খোলা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক
- সিদ্ধান্ত বদলে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা জনপ্রতি ১২ ডলারে রইল
- হাসপাতাল থেকে দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম
- বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে: আসিফ
- গ্যাসপ্রমকে বাংলাদেশে আরো অনুসন্ধান চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার
- পুঁজিবাজার সংস্কারে টাস্ক ফোর্সের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
- বাংলাদেশ ছাড়ার আগে হামজা: ইনশা আল্লাহ, আবারও আসব
- লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
- ঈদে ফিরতি যাত্রার ৭ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
- আজ জুমাতুল বিদা
- ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী চাই : সারজিস
- চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান
- ঈদের ছুটিতে জনশূন্য ঢাকার রাজপথ
- ভিড় থাকলেও নেই ভোগান্তি, ট্রেন ছাড়ছে সময় মতো
- "প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা"
- বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
- বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
- জনগণ এবার স্বস্তিতে-নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর
বিশেষ সংবাদ - এর সব খবর
