thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

দুদকের সাবেক চেয়ারম্যানের বাসায় ককটেল, আহত ২

২০১৩ ডিসেম্বর ০১ ২৩:১২:৩৪
দুদকের সাবেক চেয়ারম্যানের বাসায় ককটেল, আহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সাবেক চেয়ারম্যানের গোলাম রহমানের রাজধানীর গুলশান-২ এর বাসায় রবিবার রাতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। এতে তার গাড়িচালক ও বাসার দাঁড়োয়ান আহত হয়েছেন।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে আহত দু’জনকে রবিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাম রহমানের জামাতা আহমাদ মাসুদ বলেন, ‘রবিবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা গুলশানের বাসায় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে দুদকের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক মো. আলী নূর (৩০) ও তার বাসার দাঁড়োয়ান আব্দুল কুদ্দুস আহত হয়েছেন। আলী নূরের ডান পায়ে ও আব্দুল কুদ্দুস দু’পায়ে আঘাত পান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ওই দুইব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোট/এসআর/আইজেকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর