thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বকশীবাজারে বাসে অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ০২ ১২:১২:১৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বকশীবাজার এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে দ্রুতই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে বকশীবাজার ঢাকেশ্বরী মন্দিরের পাশেই সেফটি বাস পার্কিং করা ছিল। এ সময় পল্লবী-ঢাকেশ্বরী রোডের ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটির বড় কোনো ক্ষতি হওয়ার আগেই নিভিয়ে ফেলে স্থানীয় লোকজন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাকিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/ডি/এফএস/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর