thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

কচুয়ায় আবরোধকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১০

২০১৩ ডিসেম্বর ০২ ২১:০৮:৪৬
কচুয়ায় আবরোধকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের কচুয়া-ঢাকা সড়কের শিমুলতলী মোড়ে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিন পুলিশসহ দশজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীল হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অবরোধকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় অবরোধকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশসহ দশজন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর