thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

চট্টগ্রাম মেয়রের বাসায় ককটেল নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ০২ ২১:৫৩:৩৮
চট্টগ্রাম মেয়রের বাসায় ককটেল নিক্ষেপ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।

অপর একটি ঘটনায় সীতাকুণ্ড থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন আহত হন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান দ্য রিপোর্টকে জানান, মোটরসাইকেলে করে রাত সাড়ে সাতটায় থানার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় নুরুল আলম (৪০) ও চাঁদ মিয়া (২৭) নামে দুজন পথচারী আহত হন। পুলিশ দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় সিটিগেইট এলাকায় দুর্বৃত্তরা মেয়র মনজুরের বাসায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বাড়ির ছাদে ও অপরটি গেইটের সামনে বিস্ফোরিত হয়। এ সময় মেয়র বাসায় ছিলেন না।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর