thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

পুলিশ পাহারায় চলবে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক

২০১৩ ডিসেম্বর ০৩ ০৪:৪৮:২৫
পুলিশ পাহারায় চলবে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক

চট্টগ্রাম সংবাদদাতা : ১৮দলীয় জোটের ডাকা অবরোধে অচল হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক দুয়ার বলে খ্যাত চট্টগ্রাম বন্দর। এক সপ্তাহ ধরে বন্দর থেকে পণ্যবাহী ট্রাক ছেড়ে যেতে ও প্রবেশ করতে পারেনি। এতে স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক লেনদেন। আটকা পড়েছে হাজার হাজার কনটেইনার। এ অবস্থায় আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো পুলিশি পাহারায় ঢাকা-চট্টগ্রাম সড়কে চলাচল করবে বলে জানা গেছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি সোমবার এ ঘোষণা দেন। এজন্য রাত ১০টার মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো ঢাকার কাঁচপুরে পৌঁছে দেবার জন্য মালিকদের বলা হয়েছে।

এদিকে বন্দরের অভ্যন্তরে জাহাজে মালামাল ওঠানামার কাজ চললেও যানবাহনের অভাবে মালামাল ডেলিভারি বন্ধ রয়েছে। রাতের বেলায় নগরীর কিছু কিছু ডিপোতে কন্টেইনার ডেলিভারি ও ডিপো থেকে কিছু কিছু কন্টেইনার বন্দরে এলেও তা খুবই সামান্য।

চট্টগ্রাম বন্দর সচিব ফরহাদ উদ্দিন চৌধুরী জানান, বন্দরের ভেতরে ওঠা-নামার কাজ স্বাভাবিক থাকলেও যানবাহনের অভাবে ব্যবসায়ীরা মালামাল ঠিকভাবে ডেলিভারি নিতে পারছে না। ফলে বন্দরে কন্টেইনার জট লেগে আছে। এ কারণে প্রতিদিন কোটি কোটি টাকা লোকশান গুণতে হচ্ছে। এছাড়া প্রথম দফা অবরোধে বন্দরের ট্রাক টার্মিনালে ৩৫টি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এতে ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিকসহ সকলেই আতঙ্কের মধ্যে আছে।

এবিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, আমরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি, বন্দর চালু রাখতে তাদের সব ধরনের নিরাপত্তা দেবে পুলিশ।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর