thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

মঙ্গলবার চট্টগ্রাম ও রামুতে হরতাল

২০১৩ ডিসেম্বর ০৩ ০৫:২৩:৪২
মঙ্গলবার চট্টগ্রাম ও রামুতে হরতাল

চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ গ্রেফতারকৃত সকল নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদল। নগর যুবদলের সভাপতি কাজী বেলাল হরতালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার একই দাবিতে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়।

অন্যদিকে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুর রহমান আজিজকে গ্রেফতারের প্রতিবাদে রামুতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকালে রামু চৌমুহনীস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

রামু উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ হরতালের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, অবরোধে নাশকতার অভিযোগে পুলিশ বিএনপি নেতা মীর নাছির, গোলাম আকবর খোন্দকারসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর