thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

চট্টগ্রামে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাচালক নিহত

২০১৩ ডিসেম্বর ০৩ ০৫:৩৯:২৮
চট্টগ্রামে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকেটারদের ধাওয়ায় গাড়ি উল্টে ইসমাইল(২৮)নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ভবাণী জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি দ্য রিপোর্টকে জানান, রাত ১১টার দিকে রাঙ্গুনিয়া থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ভবাণী জুট মিল এলাকায় পৌছালে পিকেটাররা সিএনজিটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এসময় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে চালক রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ দোষীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর