thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সাকিবের দিনেও বৃষ্টি

২০১৩ অক্টোবর ২২ ১৬:২১:৩৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সাকিবের দিনেও বৃষ্টি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: বৃষ্টির জন্য আগের দিন পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ।দ্বিতীয় দিনে খেলা হলেও বৃষ্টির উপদ্রপ শেষ হয়নি।তাই প্রথম ইনিংসে তিন উইকেটে ১০৭ রান করেই দিনের খেলা শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডকে।এখনো পিছিয়ে আছে ১৭৫ রানে।

মিরপুরে দ্বিতীয় দিনে দুটি শব্দ একই সঙ্গে চলেছে পাশাপাশি। প্রথমটি বৃষ্টি আর দ্বিতীয়টি সাকিব। কারণ বৃষ্টির জন্য শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ের জন্য স্কোর বড় করতে পারেনি কিউইরা।

বাংলাদেশের প্রথম ইনিংস ২৮২ রানে শেষ হওয়ার পর লাঞ্চ বিরতির ঠিক ঘণ্টাখানেক আগে ক্রিজে আসেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ফুলটন ও হামিশ রুথারফোর্ড। এই জুটির শুরুটা ভালো হলেও উইকেটে থিতু হতে পারেননি। মূলত সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণির সামনে আত্মসমর্পণ করেন তারা।

দু’জনকেই আউট করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফুলটনকে (১৪) এলবিডব্লউ ও রুথারফোর্ডকে (১৩) ক্যাচ আউট করেন এই অলরান্ডার।

উদ্বোধনী জুটিকে আউট করেও ক্ষান্ত হননি সাকিব। বৃষ্টি শুরুর আগে দিনের শেষ উইকেট হিসেবে তার স্পিন ঘূর্ণির ফাঁদে পড়েন আরেকজন কিউই ক্রিকেটার। ব্যক্তিগত ১১ রানে সাকিবের বলে রুবেল হোসেনের হাতে তালুবন্দী হন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।

৩৭ রানে ব্যাট করছেন রস টেলর। অপরপ্রান্তে ২৮ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০৭/৩ (টেলর ৩৭*, উইলিয়ামসন ২৮*; সাকিব ২৫/৩)

বাংলাদেশ প্রথম ইনিংস: ২২৮/৫ (তামিম ৯৫, মার্শাল ৪১, মমিনুল ৪৭, সাকিব ২০, নাসির ১৯; ৪২/২ ওয়াগনার)

(দিরিপোর্ট২৪/সিজি/এমডি/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর