thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

নারায়ণগঞ্জে যানবাহনে আগুন, ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ০৩ ১৬:৪২:১০
নারায়ণগঞ্জে যানবাহনে আগুন, ভাঙচুর

নারায়নগঞ্জ সংবাদদাতা : বিরোধী জোটের ডাকা টানা অবরোধের চতুর্থ দিন মঙ্গলবার নারায়ণগঞ্জে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে ১০/১২ জন অবরোধকারী মিছিল নিয়ে নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা ঢাকা থেকে পঞ্চবটির উদ্দেশ্যে আসা বোরাক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-জ-১১-১৬৮৭) অগ্নিসংযোগ করে। এরপর অবরোধকারীরা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো ম-১১-০৯২৮) ভাঙচুর করে।

অপরদিকে শহরের কিল্লারপুল এলাকায় দুরন্ত পরিবহনের একটি হিউম্যান হলারে অগ্নিসংযোগ করে জামায়াত শিবিরের পিকেটাররা। তারা শ্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে ঢাকা আদমজী ডেমরা সড়কে মিছিল বের করে। এ সময় সড়কে আতংক সৃষ্টি হয়। সেসময় হিউম্যান হলার থেকে দ্রুত নামতে গিয়ে ৩/৪ জন যাত্রী আহত হয়।

(দ্য রিপোর্ট/টিএএআর/এইচএস/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর