thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চাঁদপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০৩ ১৭:৪৯:৩১
চাঁদপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে ১৮-দলীয় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮-দলীয় জোট।

চাঁদপুর জেলা ১৮-দলীয় জোটের যুগ্ম-আহ্বায়ক এস এম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম-সচিব বিল্লাল হোসেন মিয়াজী ও দেওয়ান মো. সফিকুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা ১৮ দলের ডাকা তাৎক্ষণিক সাংবাদ সম্মেলন উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পুলিশ নির্বিচারে ১৮ দলীয় জোটের মিছিলের উপর গুলি ছোড়ে। এসময় ছাত্রদল কর্মী তাজুল ইসলাম রতন ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী সিয়াম মস্তান মারা যায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১৫ জন। এদের মধ্যে আহত ৬ জনকে ঢাকা পাঠানো হয়েছে।’

উল্লেখ্য মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের জেএনসে গুপ্ত রোড এলাকায় বিএনপি পুলিশ সংঘর্ষে ২ জন নিহত হয়। নিহতরা হলেন- চাঁদপুর সরকারি কলেজের ছাত্র রতন (২৪) ও আল-আমিন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম (১৪)। সিয়াম চাঁদপুর শহরের ট্রাঙ্ক রোডের মুজিবুর রহমানের ছেলে। রতনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বলে জানা গেছে। এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫জন।

(দ্য রিপোর্ট/এমবি/এইচএস/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর