thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

রাজধানীর জাহাঙ্গীর গেটসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৩ ১৮:৪৭:০৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : সন্ধ্যার পর থেকে রাজধানীর জাহাঙ্গীর গেট, সোনার গাঁও হোটেলের সামনে, রুপসী বাংলা হোটেলের সামনে, শ্যামলী ফুট ওভার ব্রীজের নিচেসহ আরো কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

জাহাঙ্গীর গেটের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাছারা সোনারগাঁও হোটেলের সামনে দুটি পৃথক ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর থেকে ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় হঠাৎ করেই কয়েকজন লোক জাহাঙ্গীর গেটের মূল ফটকের কাছে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একইসময় সোনারগাঁও হোটেলের সামনে দুর্বৃত্তরা পরপর ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তাছারা সন্ধা ৭টা ১০ মিনিটে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় শ্যমলীর ওভার ব্রীজের নিচে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

রুপসী বাংলা হোটেলের সামনে রাত সোয়া ৮টায় মটরসাইকেলে করে যাওয়ার সময় ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দৃর্বৃত্তরা। ঠিক একই সময় নিউ মার্কেট এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/ এনডি/ এমডি/ ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর