thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

শাহবাগে অগ্নিদগ্ধ আরেক ছাত্রের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৪ ০৫:১৩:৪১
শাহবাগে অগ্নিদগ্ধ আরেক ছাত্রের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেলের আইসিইউতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওহিদুরের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার অভিরামপুরে। তিনি ঢাকার বংশাল আগামসি লেন ৯৬/১ নম্বর বাসায় থাকতেন। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এতে ১৮ জন দগ্ধ হন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/ডিসেম্বর০৪,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর