thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মিরসরাইয়ে তেলের ভাউচারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

২০১৩ ডিসেম্বর ০৫ ০২:৫৪:৪১
মিরসরাইয়ে তেলের ভাউচারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মিরসরাই সংবাদদাতা : মিরসরাই উপজেলায় একটি তেলের ভাউচারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন দেলোয়ার হোসেন প্রকাশ দেবু ড্রাইভারের বাড়িতে তেলের ভাউচারটি (চট্ট মেট্রো-ঢ ৪১-০০০৮) পার্কিং করা অবস্থায় ছিল। ভাউচারের চালক খাওয়ার জন্য বাড়িতে গেলে ভাউচারে কে বা কারা অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের ফলে ভাউচারের কেবিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তেলের ভাউচারের মালিক ও বশির ব্রাদার্সের স্বত্বাধিকারী বশির আহম্মেদ জানান, ড্রাইভার রাতের খাবার খাওয়ার জন্য স্থানীয় একটি বাড়িতে ভাউচারটি রেখে যায়। এর মধ্যে হঠাৎ কে বা কারা অগ্নিসংযোগ করে চলে যায়। অগ্নিসংযোগের ফলে ভাউচারের কেভিনসহ বিভিন্ন অংশের কিছুটা পুড়ে হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তেলের ভাউচারে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর