thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বরফ গলছে : সিইসি

২০১৩ অক্টোবর ২৩ ০৯:১৮:০২
বরফ গলছে : সিইসি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাবের পর চিঠি চালাচালিতে ‘সংকটের বরফ গলছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

মঙ্গলবার সন্ধ্যায় কমিশন কার্যালয় থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

কাজী রকিবউদ্দীন বলেন, ‘শুধু আমরা নই, দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে তা দেখছেন। আমরা অত্যন্ত খুশি। কিছুটা হলেও আইস ব্রেকিং হচ্ছে।’

শেষ পর্যন্ত রাজনীতিতে ‘ভালো’ সমাধান আসবে বলেও আশাবাদী তিনি।

এ সময় তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘সমঝোতার দ্বার খোলায়’ সন্তোষ প্রকাশ করেন।

সিইসি বলেন, ‘৩৫-৪৫ দিন সময় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমঝোতার জন্য ইসি আর অপেক্ষা করবে কি না জানতে চাইলে তিনি জানান, যে সমাধানই আসুক তার প্রতিফলন থাকবে (নির্বাচনী আচরণবিধিতে)। যেভাবে সমাধান আসবে সেভাবে নির্বাচন হবে।

খুব শিগগির প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি প্রণয়ন হবে উল্লেখ করে সিইসি বলেন, তফসিল ঘোষণার পরই আচরণবিধি কার্যকর হবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর