thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কক্সবাজারে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ০৫ ০৯:০৪:০৮
কক্সবাজারে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি চলছে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকালে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশা, টমটমসহ ছোট গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও শহর ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো গাড়ি।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানসহ অন্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

প্রসঙ্গত, গত সোমবার ভোরে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তাকে একটি নাশকতা মামলায় আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএএম/এফএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর