thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

পটুয়াখালী বিএনপি সম্পাদক ৮ দিনের রিমান্ডে

২০১৩ ডিসেম্বর ০৫ ১৩:৪২:২৭
পটুয়াখালী বিএনপি সম্পাদক ৮ দিনের রিমান্ডে

পটুয়াখালী সংবাদদাতা : অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম ওরফে জাসদ কালামকে আটদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণ, বদরপুর এলাকায় অটোরিকশায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আসামি দেখানো হয়েছে তাকে।

মামলার তদন্তের স্বার্থে আরও অধিক তথ্যের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি একজন প্রবীণ আইনজীবী এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি হওয়ায় রিমান্ড আবেদনের জিজ্ঞাসাবাদ জেলগেটে করার নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের আরামবাগের নিজ বাসা থেকে অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে ১ ডিসেম্বর রাত দেড়টার আটক করে পলিশ।

(দ্য রিপোর্ট/বিডি/এমএআর/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর