thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘শিগগির কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর’

২০১৩ ডিসেম্বর ০৫ ১৬:৩৭:০৪
‘শিগগির কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর’

দ্য রিপোট প্রতিবেদক : দ্রুততম সময়ের মধ্যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

কাদের মোল্লার ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

রায় কার্যকরে এখন আর কোনো বাধা নেই জানিয়ে কামরুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যেই রায় কার্যকর হবে, ওয়েট অ্যান্ড সি। পূর্ণাঙ্গ রায়ের কপি এখন ট্রাইব্যুনালে পাঠানো হবে। রায় কার্যকরের জন্য ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষ ও ঢাকার জেলা প্রশাসকের কাছে পাঠাবে। তারা যথাযথ ব্যবস্থা নেবে।

ফৌজদারী আইনের রায় কার্যকরের ক্ষেত্রে ২১ থেকে ২৮ দিনের বাধ্যবাধকতা থাকলেও কাদের মোল্লার রায়ের ক্ষেত্রে তা হচ্ছে না বলে জানান তিনি।

রায় কার্যকরের আগে কাদের মোল্লা চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ তাকে বলবেন তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন কিনা।

কামরুল আরো জানান, এই রায় নিয়ে রিভিউ পিটিশন করার কোনো প্রভিশন নেই। রায় কার্যকরের সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নেই।

১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ কাদের মোল্লার এই রায় ঘোষণা করেন।

(দ্য রিপোট২৪/আরএমএম/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর