thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘শেখ হাসিনাই অশান্তির একমাত্র কারণ’

২০১৩ ডিসেম্বর ০৬ ১৮:০৫:৪৩
‘শেখ হাসিনাই অশান্তির একমাত্র কারণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অশান্তির একমাত্র কারণ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ, আপনি পদত্যাগ করে দেশে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করুন।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে তিনদল আয়োজিত সাদা পতাকা ও শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি ।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বিকল্পধারা বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সমাবেশের শুরুতে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় তিনি বিরোধীদলের নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘হরতাল-অবরোধ করে মানুষকে কষ্ট দেবেন না। সম্ভব হলে আজকেই অবরোধ প্রত্যাহার করুন। মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কেউ আপনাকে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘গীতা রাণীর কথা যে নেত্রীর (প্রধানমন্ত্রী) কানে পৌঁছায় না তাকে আমি বধির ছাড়া আর কিছুই বলব না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘শান্তির অন্বেষণে বেরিয়েছি। শান্তির জন্য যা যা করা দরকার তাই করা হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, ইকবাল সিদ্দিকী, কাজী শহীদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর