thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

৭২ ঘণ্টার অবরোধ শুরু

২০১৩ ডিসেম্বর ০৭ ০৭:১৯:০৪
৭২ ঘণ্টার অবরোধ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : ফের শুরু হলো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ঢাকা মহানগর বিএনপি।

নির্বাচনের তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বৃহস্পতিবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক ভিডিও বার্তায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।


এর আগে তফসিল ঘোষণার প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে টানা ৭১ ঘণ্টার অবরোধ করে ১৮ দলীয় জোট। এরই মধ্যে হরতালে নাশকতার অভিযোগে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হলে শুক্রবার বিরতি দিয়ে ৩০ নভেম্বর আরো ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। পরে সেই অবরোধের মেয়াদ বাড়ানো হয় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। আবারো শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে তৃতীয় দফা অবরোধের ডাক দিয়েছে ১৮ দল।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর