thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নিউমাকের্ট থানাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

২০১৩ ডিসেম্বর ০৭ ২০:০৯:০৪
নিউমাকের্ট থানাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিউমার্কেট থানাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়।রাত পৌনে নয়টায় জজকোর্টের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

একই সময় যাত্রাবাড়ী মোড়ে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে রাত পৌনে আটটা পর্যন্ত বাড্ডা, মতিঝিল, বাটা সিগন্যাল ও মহাখালি এলাকায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণে বাড্ডা এলাকায় এক পথচারী আহত হয়েছেন। এছাড়া মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার আঞ্জুম রশিদ জজকোর্টের সামনে বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই লুতফার হোসেন থানায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, সন্ধ্যার দিকে নিউমার্কেট থানার পেছন থেকে কে বা কারা পরপর দুইটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। বিকট আওয়াজে ককটেল দুটি থানা কম্পাউন্ডের ভেতরে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ডিউটি অফিসার।

এর আগে সন্ধ্যা ছয়টার দিকে বাড্ডা এলাকার লিংক রোডের সামনে মটরসাইকেলে করে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় এক পথচারী আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে আহতের বিষয়ে কিছু জানাতে পারেনি বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আহত কাউকে দেখা যায়নি।

এর কিছুক্ষণ পরেই রাজধানীর শাপলাচত্বর এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুবৃর্ত্তরা। এ অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী বলেন, মতিঝিলে ককটেল বিস্ফোরণ হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে তাদের নাম প্রকাশ করেননি ওসি।

এছাড়াও রাজধানীর মহাখালীর আমতলি ও বাটা সিগন্যালে দুটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগান মাঠের সামনের রাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এএইচএ/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর