thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সচিবালয় স্বাভাবিক

২০১৩ ডিসেম্বর ০৮ ১১:৩১:৩৬
সচিবালয় স্বাভাবিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রবিবার সচিবালয় স্বাভাবিক রয়েছে। ভেতরে তেমন নিরাপত্তা চোখে না পড়লেও বাইরে সচিবালয়ের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার ঢাকা মহানগরে হরতাল চলছে। সচিবালয়ের ১ ও ২ নম্বর ফটকের সামনের সড়কের একাংশ বন্ধ করে দেয়া হয়েছে।

অতিরিক্ত উপকমিশনারের (সচিবালয়) কার্যালয়ের তথ্য অনুযায়ী, সচিবালয়ের দক্ষিণ দিকের রাস্তার একাংশ বন্ধ ও এই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের পাশ দিয়ে চলে যাওয়া সড়কের সচিবালয়ের পাশ ঘেঁষা অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশি তল্লাশির পর সড়কের অন্য খোলা অংশ দিয়ে মানুষ চলাচল করতে পারছে। যানবাহনও চলছে সীমিত আকারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই উপস্থিত হয়েছেন।

সচিবালয়ে দর্শনার্থী ও তদবিরকারীদের উপস্থিতি খুবই কম। এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থীদের অপেক্ষা কক্ষ সকাল সাড়ে ১০টায় প্রায় খালি দেখা গেছে।

লিফটগুলোর সামনে লোকজনের তেমন ভিড় নেই। কর্মকর্তাদের বেশিরভাগ অফিসে আসতে অফিসের গাড়ি ব্যবহার করেননি। তাই অনেক স্থানে পার্কিংয়ের স্থানগুলো ফাঁকা পড়ে আছে।

নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে তৃতীয় দফা শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও দুই দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরে হরতাল ডাকা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর