thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কাদের মোল্লার ফাঁসির আনুষ্ঠানিকতা শুরু

২০১৩ ডিসেম্বর ০৮ ১৮:৩৫:৩৮
কাদের মোল্লার ফাঁসির আনুষ্ঠানিকতা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লাল কাপড়ে মোড়ানো পরোয়ানার কপি কারা কর্তৃপক্ষের কাছে রবিবার বিকেলে পৌঁছে দেওয়া হয়েছে।

নবনিযুক্ত কারা অধিদফতরের মহাপরিদর্শক মাঈনুল হোসেন খন্দকার দ্য রিপোর্টকে বলেন, ‘রবিবার বিকেল ৪টার দিকে ট্রাইব্যুনাল থেকে লাল কাপড়ে মোড়ানে মৃত্যুপরোয়ানা জারির কপি পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশের আনুষ্ঠানিকতা শুরু হল। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাসহ আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষেই রায় বাস্তবায়ন করা হবে।’

তবে ঠিক কবে নাগাদ ফাঁসির আদেশ কার্যকর করা হবে সে বিষয় এখানো নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি কারা অধিদফতরে মহাপরিদর্শক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবসের দিন অথবা এর আগের যে-কোনো দিন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে। সেক্ষেত্রে রায় কার্যকরের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।

এ মামলায় আসামিপক্ষ থেকে রিভিউ পিটিশিন দায়েরের কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ দায়েরর কোনো সুযোগ নেই।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করেন। বিচারকদের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।

৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন সাজা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

(দ্য রিপোর্ট/কেজেএন/আইজেকে/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর