thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বুদ্ধিজীবী হত্যা দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসি দাবি

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:১৮:৫২
বুদ্ধিজীবী হত্যা দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসি দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসের আগেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসি দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নেতারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেলে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এ দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত ১৪ দলের শরীক এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্টকে বলেন, বৈঠকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এ ব্যাপারে বৈঠকে উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবসকে জনগণের বিজয় উৎসবে পরিণত করতে হবে। আনিসুর রহমান মল্লিকের এমন বক্তব্যের পর বৈঠকে উপস্থিত ১৪ দল নেতারা এ বিষয়ে সমর্থন জানান।

বৈঠকে আরও আলোচনা হয় তফসিল অনুযায়ী ৫ জানুয়ারী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে বিজয় অর্জন সুনিশ্চিত। অন্যদিকে বিএনপির ভিডিও বার্তা পাঠিয়ে কর্মসূচিরও সমালোচনা করেন ১৪ দল নেতারা। এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকে সারাদেশে ঐক্যবদ্ধভাবে বিজয় মাসের কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত হয়।

এছাড়া সীতাকুণ্ড, বগুড়া, সাতক্ষীরাসহ যে সকল জেলায় নাশকতা বেশি হচ্ছে সে সকল জেলায় নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি ১৪ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করারও সিদ্ধান্ত হয়। অন্যদিকে যে সমস্ত স্যাটেলাইট টেলিভিশন এই গোপন ভিডিও বার্তা ও নাশকতামূলক কর্মকাণ্ডের চিত্র প্রচারিত করছে তাদের বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মাঈনউদ্দিন খান বাদল, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর