thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিএনপির দাবি

নিহত ১, গুলিবিদ্ধ ১৫৭ ও নিখোঁজ ৯

২০১৩ ডিসেম্বর ০৮ ১৯:৫০:৪০
নিহত ১, গুলিবিদ্ধ ১৫৭ ও নিখোঁজ ৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা এবং সরকারের বিভিন্ন বাহিনীর হাতে দলের নেতাকর্মীদের হত্যা, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার, অগ্নিসঙযোগ, বাসায় বাসায় হামলার প্রতিবাদে ১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধে সারাদেশে একজন নিহত, গ্রেফতার ৩৮০, আহত ৫৫০, গুলিবিদ্ধ ১৫৭, মামলা দায়ের ২,৫০০ ও নিখোঁজ হয়েছেন নয়জন।

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি সারাদেশের অবরোধের চিত্র তুলে ধরেন।

কুমিল্লা উত্তর জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশ মিছিলে গুলি চালালে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বেপারি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের হামলায় প্রায় ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হন।

রাজশাহী জেলা : শনিবার রাতে আওয়ামী, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার কুটিয়ার বাড়িতে হামলা চালায় এবং বাড়ির আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ঢাকা মহানগর (তেজগাঁও থানা) : ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর ইসলাম সুমনকে ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক হতে র‌্যাব সদস্যরা উঠিয়ে নিয়ে যায়। পরে র‌্যাব অফিস ও বিভিন্ন থানায় খোঁজার পরেও তার কোন সন্ধান মেলেনি।

অবরোধের সমর্থনে রবিবার শান্তিপূর্ণ মিছিল বের করার সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য রোকেয়া সুলতানা তামান্নাসহ পুলিশ সাতজনকে গ্রেফতার করে।

শাহবাগ থানা : রেলকলোনি যুবদল নেতা লিটনকে দুদিন আগে পুলিশ গ্রেফতার করে। পুলিশ এবং প্রশাসনের সর্বত্র যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে, আদাবর থানা বিএনপির সভাপতি আবুল হাসেমকে পুলিশ গ্রেফতার করে।

মুগদা থানা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ মিছিলে গুলি চালালে মুগদা থানা যুবদলের সাধারণ সম্পাদক কাজল গুলিবিদ্ধ হন।

মতিঝিল থানা : শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ মিছিলে গুলি চালালে যুবদল নেতা নাসিম গুলিবিদ্ধ হন।

সুনামগঞ্জ : জেলা বিএনপি অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ মিছিলে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান পাবেল, কলেজ শাখার ছাত্রদলে সাধারণ সম্পাদক সুমেল, যুবদল নেতা মামুন, মোস্তাক, ছাত্রনেতা সাদেক, সেগুলসহ ৪০ জনের অধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন।

মুন্সিগঞ্জ জেলা : যুবদল অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশ মিছিলে হামলা চালায়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল, আজাদ, আলামিন, পাবেলসহ ২০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। আহন হন ৩০ জন।

খাগড়াছড়ি জেলা : যুবদল নেতা আবু সুফিয়ান, দুলাল মিয়া, রুবেল মিয়া, ছাতদল নেতা কামাল হোসেন, জাসাস নেতা মেরাজ, সুমন, শ্রমিকদল নেতা মনির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। ৫৫ জনের বিরুদ্ধে পুলিশ ৩টি মামলা করে।

রাঙ্গামাটি জেলা : বাগাইছড়ি উপজেলা অবরোধের সমর্থনে মিছিল করার সময় ছাত্রদলের সহ-সভাপতি শিবলুসহ ১০ জনের অধিক নেতাকর্মী পুলিশের হামলায় আহত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা : বিএনপির সদর আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান ভূইয়া, যুবদল নেতা কাউন্সিলর জাকির হোসেনসহ ১৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। আহত হন ৪০ জন। লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যবসায়িক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির পারভেজসহ ১৩ বিএনপি নেতাকর্মীকে র‌্যাব উঠিয়ে নিয়ে যায়। ১১ জন নেতা-কর্মীকে লাকসাম থানায় হস্তান্তর করলেও সাইফুল ইসলাম হিরু ও হুমায়ন কবির পারভেজকে হস্তান্তর করা হয়নি। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

চট্টগ্রাম উত্তর জেলা : মিরেরসরায় থানায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশ জাসাস নেতা এনামুল আজিম, কৃষকদল নেতা ইউসুফ জমিদার, ছাত্রনেতা লিটন, তসলিম, যুবদল নেতা শফিক সহ ১৫ জনকে পুলিশ গ্রেফতার করে। আহত হন ৫০ জন।

ফেনী জেলা : সোনাগাজী উপজেলার যুবদল নেতা মানিকসহ পুলিশ সাতজনকে গ্রেফতার করে। পুলিশের হামলায় আহত প্রায় ১০ জন। পুলিশ বাদী হয়ে ৫টি মামলা করে। একটি খুনের মামলা হয়।

ঢাকা জেলা : সাভার থানায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশ মিছিলে হামলা চালালে যুবদল নেতা গোলাম হোসেন ডালিম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মিজানসহ ১০ জন আহত হন।

লালমনিরহাট জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় হাতিবান্দা থানার যুবদল নেতা মাইদুল ইসলামসহ পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। আহত হন ২০ জন।

পঞ্চগড় জেলা : স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় মিছিল থেকে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদসহ পুলিশ সাতজনকে গ্রেফতার করে। আহত হন ২৫ জন।

কুড়িগ্রাম জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় বিএনপি নেতা সাহেব আলীসহ পুলিশ তিনজনকে গ্রেফতার করে। আহত হন ১০ জন।

পাবনা জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় বিএনপি নেতা আশরাফুল, নুরু, হাবিবসহ পুলিশ সাতজনকে গ্রেফতার করে। আহত হন ১২ জন।

জয়পুরহাট জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশের বাধায় বিএনপি নেতা মিজানুর রহমান, সাইদুল ইসলামসহ সাতজনকে গ্রেফতার করা হয়। আহত হন ১১ জন।

মাগুরা জেলা : শান্তিপূর্ণ মিছিল থেকে ছাত্রদল নেতা শিমুল, ইউসুফসহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে। আহত হন ১১ জন।

চুয়াডাঙ্গা জেলা : নিরীহ কৃষক পরিবারের সন্তান মাসুম। ছাত্রদল করায় তার বাড়িতে হানা দেয় পুলিশ। তাকে না পেয়ে ছোট দুই ভাই জমির (১৩) ও নয়নকে (১৪) গ্রেফতার করে পুলিশ।

মেহেরপুর জেলা : গাংনীতে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার সময় বিএনপি নেতা আবদুর রশিদ, যুবদল নেতা জিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আহত হন ১২ জন।

খুলনা জেলা : শান্তিপূর্ণ মিছিল থেকে বিএনপি নেতা মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা কামরুল ইসলামসহ ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আহত হন ২৫ জন।

ঝিনাইদাহ জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ, যুবদল নেতা মন্টু, শ্রমিকদল নেতা আসাদসহ পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। আহত হন ১৫ জন।

খুলনা মহানগর : অবরোধের সমর্থনে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিল থেকে তামিমসহ পুলিশ সাতজনকে গ্রেফতার করে। আহত হন ১২ জন।

দিনাজপুর জেলা : যুবদলের শান্তিপূর্ণ মিছিল থেকে যুবদল নেতা মানিকসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে। আহত হন ১০ জন।

শরীয়তপুর জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার সময় ছাত্রনেতা রুবেল, পিন্টু, ইউসুফ, মামুন, ফারুক, ডনি, শরিফ, বিএনপি নেতা আলী খানসহ ১৫ জনকে পুলিশ গ্রেফতার করে। ২৭ জন আহত হন।

নারায়ণগঞ্জ জেলা : আড়াই হাজার থানার স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিল থেকে শাহীন, বেনু, যুবদল নেতা আহসানসহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করে। ২০ জন আহত হন।

বরিশাল উত্তর জেলা : অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার সময় ছাত্রদল নেতা সবুজ সরদার, বিএনপি নেতা জুয়েল, তালুকদার, কবির সরদার, জসিম, শরিফকে পুলিশ গ্রেফতার করে। ১৫ জন আহত হন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএআর/ডিসেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর