thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো : মুহিত

২০১৩ অক্টোবর ২৩ ১৯:৩৬:০০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো  : মুহিত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্তব্য করেছেন, ড. ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো।সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বুধবার একথা বলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর চট্টগ্রামের লেডিস ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ও নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমাদের বলতে হবে, যে গ্রামীণ ব্যাংকে হাত দেবে আমরা তার হাত ভেঙ্গে দেব।’

ড. ইউনূসের এই বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না। উনি শান্তির দূত কিন্তু কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসীর মতো।’ সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের হাত ভেঙ্গে দেওয়া হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তেমন কিছু নয়। আলোচনা হলে তো আমার জানার কথা। কারণ ভাঙ্গলে তো আমার হাতই ভাঙ্গবে। আমি আগেও বলেছি, এখনো বলছি- ইউনূস সাহেব একজন পুরোপুরি রাজনীতিবিদ।’

গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, আশা করছি আগামী রোববার সংসদে সংশোধিত আইন উঠবে। আইনের অধীনে বিধি প্রণয়ন করা হচ্ছে। এ বিধির অধীনে গ্রামীণ ব্যাংকের বোর্ড নির্বাচন করা হবে। এখনও বোর্ড গঠনের কোন দিন নির্বাচন হয়নি।

(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/এইচএস/ এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর