thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

কাদের মোল্লার রায় স্থগিত রাখা উচিত: হিউম্যান রাইটস

২০১৩ ডিসেম্বর ০৯ ০৭:১৭:৫২
কাদের মোল্লার রায় স্থগিত রাখা উচিত: হিউম্যান রাইটস

দ্য রিপোর্ট ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিত রাখা উচিত বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

রবিবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক প্রতিবেদনে স্বচ্ছ বিচারের জন্য কাদের মোল্লাকে আপিলের সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে।

‘বাংলাদেশ: যুদ্ধাপরাধে অভিযুক্তের মৃত্যুদণ্ড স্থগিত রাখা উচিত’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংস্থাটির এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড অ্যাডামস বলেন, ‘যেকোনো অবস্থায়ই মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর শাস্তি হিসেবে গণ্য করে হিউম্যান রাইটস ওয়াচ।’

তিনি আরো বলেন, ‘আইনের অপব্যবহার ঘটিয়ে দেওয়া এই মৃত্যুদণ্ডের রায়টি তিরস্কারযোগ্য এবং এখানে সর্বশেষ রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকারটুকুও দেওয়া হচ্ছে না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি বলেও অভিযোগ করেছে তারা।

ব্রাড অ্যাডামস বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধে অপরাধীদের বিচারকে সমর্থন করে। তবে তা আন্তর্জাতিক মানের হতে হবে।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার শুরু থেকেই এর সমালোচনা করে আসছে সংস্থাটি। এ বিচার কার্যক্রমে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না বলে অভিযোগ করে তারা। একইসঙ্গে তারা মৃত্যুদণ্ড দেওয়ারও ঘোরতর বিরোধী।

(দ্য রিপোর্ট/এসকে/এসবি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর