thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

যাত্রাবাড়ীতে শিবিরের মিছিল, আহত ১

২০১৩ ডিসেম্বর ০৯ ১০:৫০:২৩
যাত্রাবাড়ীতে শিবিরের মিছিল, আহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী যাত্রাবাড়ী এলাকায় সোমবার সকালে শিবিরকর্মীরা মিছিল বের করে। এ সময় তাদের ছত্রভঙ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে আহত হয় এক শিবিরকর্মী।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় যাত্রাবাড়ী সায়েদাবাদ পেট্রোল পাম্প গলিতে শিবির মিছিল বের করে। এ সময় অবরোধ সমর্থকরা গাড়ি ভাঙচুর করলে পুলিশ শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে এক শিবিরকর্মী আহত হন।

আহত আশরাফুল ইসলাম (২৪) জানান, তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে ইসলামী স্টাডিস প্রথমবর্ষে পড়াশোনা করেন। তিনি থাকেন মীরহাজিরবাগ তিতুমীর ছাত্রাবাসে।

(দ্য রিপোর্ট/এসআর/শাহ/এফএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর