thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা অবৈধ ও অসাংবিধানিক’

২০১৩ ডিসেম্বর ০৯ ১৪:৫৬:৫৫
‘কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা অবৈধ ও অসাংবিধানিক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলানায়তনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘জেলকোড ৯৭৯ ধারা ও সংবিধান অনুযায়ী যে আদালত মৃত্যুদণ্ডের রায় দেবে, সে আদালতই মৃত্যু পরোয়ানা জারি করবে। কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কিন্তু জেলখানায় পরোয়ানা পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। এটি সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।’

জেলকোডের বাইরে তাদের একচুলও নড়ার ক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জেলকোড না মেনে কর্তৃপক্ষ এ পরোয়ানা বাস্তবায়ন করলে তার দায় তাদেরকেই নিতে হবে।’

সরকার তড়িঘড়ি করে রায় বাস্তবায়নের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

রায়ের কপি হাতে পেলে রিভিউ পিটিশন করা হবে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘রিভিউ পিটিশন দায়ের করার পর মৃত্যুদণ্ড পরোয়ানা বাতিল হয়ে যাবে।’

রিভিউ পিটিশনের সুযোগ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিলের বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ রয়েছে। এছাড়া রিভিউয়ের অধিকার আছে কি নেই তা সুপ্রিমকোর্টই সিদ্ধান্ত দেবে।’

এছাড়া ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন দায়ের করারও সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এটি সম্পূর্ণ আসামির ইচ্ছার ওপর নির্ভরশীল।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মশিউল আলম, ফরিদ উদ্দিন খান প্রমুখ আইনজীবী।

(দ্য রিপোর্ট/কেএ/এআইএম/এমএআর/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর