thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

গাজীপুরে গুলিবিদ্ধ ৫

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:১১:৪০
গাজীপুরে গুলিবিদ্ধ ৫

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে হরতালের সমর্থনে বিএনপির বের করা মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জয়দেবপুর বাজারে সোমবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। হরতালকারীরা এ সময় একটি লেগুনা ও দুটি অটোরিকশায় আগুন দেয়।

জয়দেবপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা যা করা দরকার, তাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ ও হরতালের সমর্থনে গাজীপুর পৌর ছাত্রদল জয়দেবপুর কাঁচাবাজারে একটি মিছিল বের করে। মিছিলটি বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এ সময় ছাত্রদল নেতা আসাদুজ্জামান বাবু, আনোয়ার হোসেন, মাসুদ, রিপন ও হেলি মামুন গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আহত হয়েছেন গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদারসহ দলীয় আরও চার কর্মী।

এদিকে ঢাকা-গাজীপুর সড়কের চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকায় সকাল ৮টায় হরতালকারীরা একটি লেগুনা ও একটি অটোরিকশায় আগুন দেয়। প্রায় একই সময় তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে আরেকটি অটোরিকশায় আগুন দেয়।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/শাহ/এএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর