thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘যেকোনো মুহূর্তে কাদের মোল্লার রায় কার্যকর’

২০১৩ ডিসেম্বর ০৯ ১৫:৪৫:৪১
‘যেকোনো মুহূর্তে কাদের মোল্লার রায় কার্যকর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : যেকোনো মুহূর্তে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এ ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য হবে না এবং এ মামলায় রিভিউ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সোমবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ‘ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় কার্যকর করতে জেল কোড অনুসরণ করতে হবে না। সরকারের আদেশ মোতাবেক যেকোনো সময় রায় কার্যকর করা যাবে।’

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি চাইলে প্রাণভিক্ষা চাইতে পারেন। তিনি যদি প্রাণভিক্ষা চান তাহলে তাকে বিরত করা যাবে না।’

মাহবুবে আলম বলেন, ‘কাদের মোল্লার মামলা যখন শুরু হয় ট্রাইব্যুনালে প্রথম থেকেই তারা (আসামি পক্ষের আইনজীবী)নানা রকম কথা বলে আসছেন। এ প্রক্রিয়াটাকে ভণ্ডুল করাই তাদের উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়ে তাকে দোষী সাব্যস্ত করেছে। এ রায়ের বিরুদ্ধে কথা বলা কোনোমতেই সমীচীন নয়। যারা এ কথাগুলো বলছেন তারা আইনের প্রতি কোনোরকম শ্রদ্ধাশীল নন।’

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা অবৈধ- আসামি পক্ষের আইজীবীদের এমন অভিযোগ প্রসঙ্গে দেশের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, ‘কোনো দিনই সর্বোচ্চ আদালত থেকে এ রকম মৃত্যু পরোয়ানা যায় না। অর্ডারটা যাবে সরকারের তরফ থেকে। ট্রাইব্যুনালের দায়িত্ব ছিল তাদের যে রায়টি আপিল বিভাগ বাতিল করে দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে সেই কথাটিই জেল কর্তৃপক্ষ ও সরকারকে জানানো। সেটাই করেছে ট্রাইব্যুনাল।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, কাদের মোল্লার দণ্ডাদেশ কার্যকরের ব্যাপারে আমি প্রথম থেকে বলে আসছি, কোনো রিভিউ চলবে না এবং কারাবিধি এখানে প্রযোজ্য হবে না।’

তিনি জানান, এখানে আপিল বিভাগের রায়টি জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। এখন সরকার জেল কর্তৃপক্ষকে এ দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন এবং তখনই এটা কার্যকর হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেকোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার আবেদন করতে পারেন। তিনি যদি করেন, সেটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। তিনি কবে ক্ষমা প্রার্থনার আবেদন করবেন তার জন্য তো রাষ্ট্র বসে থাকতে পারে না।’

মাহবুবে আলম বলেন, ‘আইনের ২০(২) ধারা অনুসারে রাষ্ট্র বা সরকার যখনই জেল কর্তৃপক্ষকে বলবেন জেল কর্তৃপক্ষ দিন ধার্য করে সেটা কার্যকর করবেন। আমি মনে করি কাদের মোল্লার রায় যেকোনো দিন কাযকর করা সম্ভব।’

(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এনডিএস/ডিসেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর