thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

যাত্রাবাড়ীতে ৫ শিবিরকর্মীকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

২০১৩ ডিসেম্বর ০৯ ১৬:০৫:৪৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে পুলিশ-শিবির সংঘর্ষের সময় ৫ শিবিরকর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে মো. জহির আহমেদ (২৮) , আবদুল আলী (১৮) ও মো. রনিকে (২৫) এক বছর এবং মো. সোলায়মান (২৮) ও মীর হোসাইনকে (৩০) ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসূফ জানান, সকাল সোয়া ৯টায় জামায়াত-শিবিরের একদল কর্মী রাস্তায় নাশকতা এবং ভাঙচুরের চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় সেখান থেকে ৫ শিবিরকর্মীকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এএইচএ/এফএস/লতিফ/এমসি/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর