thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মঙ্গলবার কাদের মোল্লার সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

২০১৩ ডিসেম্বর ০৯ ১৯:৫৮:৫৪
মঙ্গলবার কাদের মোল্লার সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মৃত্যুদণ্ডের পরোয়ানাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার সঙ্গে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন তার আইনজীবীরা।

বিষয়টি সোমবার নিশ্চিত করেন কাদের মোল্লার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘রায়ের বিরুদ্ধে রিভিউসহ বিভিন্ন আইনি দিক নিয়ে পরামর্শ করতে তার সঙ্গে দেখা করা হবে।’

আইনজীবীদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও শিশির মো. মনি।

এর আগে রবিবার বিকেলে কাদের মোল্লার সঙ্গে সাক্ষাৎ চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার আইনজীবীরা।

(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর