thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সিলেট আ.লীগ সভাপতির বাসায় ককটেল হামলা

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:৩৫:১০
সিলেট আ.লীগ সভাপতির বাসায় ককটেল হামলা

সিলেট অফিস : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের বাসায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টায় তার বাসায় দুটি পেট্রোল বোমা ও দুটি ককটেল নিক্ষেপ করে তারা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান নগরীর দিগন্ত সাগর দীঘিরপাড় এলাকার ২৮ নম্বর বাসায় থাকেন। রাত ৮টায় ছয়টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত জিয়ার সৈনিক স্লোগান দিয়ে সুফিয়ানের বাসা লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে।

নগরীর মিরবক্স এলাকায় ২ ডিসেম্বর রাত ৯টায় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও মহানগরীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের বাসায়ও দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর