thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সোমবার রাজধানীতে আটক ১৭

২০১৩ ডিসেম্বর ০৯ ২১:৩৮:১৭
সোমবার রাজধানীতে আটক ১৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধের তৃতীয় দিন পাশাপাশি জামায়াতের ডাকা হরতালে সোমবার রাত ৮টা পর্যন্ত ১৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এরমধ্যে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইউসূফ আলী জানান, সোমবার সকাল ৯টার দিকে গুলশান-১ এর ডিসিসি মার্কেটের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের সময় শাহিনুর আক্তার সানু (৩৫) নামে এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

যাত্রাবাড়ীতে শহীদ ফারুক সড়কে পুলিশ-শিবির সংঘর্ষের সময় আটক পাঁচ শিবিরকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে মো. জহির আহমেদ (২৮), আব্দুল আলী (১৮) ও মো. রনিকে (২৫) এক বছর এবং মো. সোলায়মান (২৮) ও মীর হোসাইনকে (৩০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের সকলকেই শাস্তি দিয়েছেন সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদের ভ্রাম্যমান আদালত।

এছাড়া খিলগাঁও থানায় তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

(দ্য রিপোর্ট/কেজেএন/এএইচএ/এআইএম/ডিসেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর