thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

প্রথম দুই ওয়ানডেতে মাশরাফি

২০১৩ অক্টোবর ২৪ ০৯:৩৪:৪০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
প্রথম দুই ওয়ানডেতে মাশরাফি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের নির্বাচকরা। এই দলে প্রত্যাবর্তন হয়েছে মাশরাফি বিন মুর্তজার।

দলে অন্তর্ভুক্তি হয়েছে এনামুল হক ও নাঈম ইসলামেরও। তবে বাদ পড়েছেন জহুরুল ইসলাম।

একের পর এক চোট নিয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে ছিলেন না মাশরাফি। শেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে। তবে সম্প্রতি ঢাকা ডিভিশন ক্রিকেট লিগে ছয় ম্যাচে ১৯.৪৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি।

ডিসেম্বর থেকে দলের বাইরে নাঈম। বিপিএলে চোটের কারণে শ্রীলঙ্কা সফরে ছিলেন না। আর এইচএসসি পরীক্ষার কারণে জিম্বাবুয়ে সফরে যাওয়া হয়নি এনামুলের।

২৯ অক্টোবর প্রথম ম্যাচটি হবে মিরপুরে। একই ভেন্যুতে একদিন পর দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহঅধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি মুর্তজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান ও শামসুর রহমান।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর