thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

২০১৩ ডিসেম্বর ১০ ১০:০৭:৫৬
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় রাস্তায় অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা।

এ ছাড়া আড়াইহাজার-মদনপুর সড়কের প্রভাকরদী এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেয়। এ সময় তারা ৪/৫টি ককটেলের বিস্ফারণ ঘটায়।

সকাল আটটায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় অবরোধকারীরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি অটো রিকশা ভাঙচুর করে।

ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর