thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বরিশালে চলছে ঢিলেঢালা অবরোধ

২০১৩ ডিসেম্বর ১০ ১০:২২:০৯
বরিশালে চলছে ঢিলেঢালা অবরোধ

বরিশাল সংবাদদাতা : বরিশালে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। রাজপথে অবরোধকারীরা না থাকায় মঙ্গলবার সকাল থেকে কোথায়ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে দূরপাল্লার বাস চলাচল না করলেও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। নগরীতে সকাল থেকেই যান চলাচল করছে।

সকাল সাতটায় নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের নতুন হাট নামক স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় দুটি টেম্পু ভাঙচুর করে তারা। এ ছাড়া আর কোথায়ও পিকেটিং হয়নি।

বরিশাল-ঢাকা-মহাসড়কে পুলিশের টহল থাকায় অবরোধ সমর্থকদের এসব এলাকায় দেখা যায়নি। বেলা বাড়ার পর নগরীতে দোকান পাট খুলতে শুরু করেছে। অফিস আদালতের কার্যক্রম চলছে।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মুজাহিদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, র‌্যাবের টহল দল এর সঙ্গে ৬০০ পুলিশ মোতায়েন আছে।

(দ্য রিপোর্ট/বিএস/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর