thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাটোরে অবরোধকারীদের হামলায় দুই পুলিশ আহত

২০১৩ ডিসেম্বর ১০ ১১:৪৪:৫৬
নাটোরে অবরোধকারীদের হামলায় দুই পুলিশ আহত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে অবরোধকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, সোমবার রাতে পুলিশের একটি টিম উপজেলার আহম্মদপুর এলাকায় মহাসড়কে যানবাহনে নিরাপত্তার কাজে দায়িত্বরত ছিলেন। এ সময় একদল অবরোধকারী হঠাৎ করে পুলিশ ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দায়িত্বরত দুই পুলিশ ইটের আঘাতে আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর