thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নিকলী যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৩ অক্টোবর ২৪ ১০:১১:০১
নিকলী যাচ্ছেন রাষ্ট্রপতি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কিশোরগঞ্জ হাওর উপজেলা নিকলীতে বৃহস্পতিবার বিকালে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। গণসংবর্ধনায় সভাপতিত্ব করবেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও জিসি পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াসউদ্দিন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে হাওর অঞ্চলের জনসাধারণের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। রাষ্ট্রপতিকে বরণ করার জন্য উপজেলাটি সেজেছে বর্ণাঢ্য সাজে। নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ইতিমধ্যে সংবর্ধনার সব আয়োজন সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি তার নিজ জন্মস্থান মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে নিকলী স্টেডিয়ামে পৌঁছাবেন। পরে নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি নিকলী কলেজ ও নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের বর্ধিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যদের একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সংবর্ধনা শেষে বিকাল সাড়ে ৪টায় ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, বুধবার বিকালে মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা হামিদ তার সঙ্গে ছিলেন।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/জেএম/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর