thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

২০১৩ ডিসেম্বর ১০ ১১:৫০:০৬
চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে ১৮ দলের অবরোধ ও জামায়াতের হরতালে মঙ্গলবার সকালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে পিকেটাররা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুনুর রশিদ জানান, সকাল ৯টার দিকে অবরোধকারীরা একে খান এলাকায় মিছিল বের করে রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

একে খান এলাকার মুদি দোকানি মুকুল আহাম্মেদ জানান, সকালে দোকান খোলার পর ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনে আবার বন্ধ করে দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান, পরিস্থিতি শান্ত আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, জামায়াতের পিকেটাররা নগরীর একে খান, জিওসি, আন্দরকিল্লা, মুরাদপুর, বাদুরতলা, অক্সিজেন, আতুরারডিপু, ইপিজেড কাট্টলি ও বাকলিয়া এলাকায় সকালে ককটেল বিস্ফোরণ ঘটায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তার জানান, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। নগরজুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএস/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর