thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজশাহীর নন্দনগাছীতে ১৪৪ ধারা

২০১৩ ডিসেম্বর ১০ ১২:৪৪:৩৩
রাজশাহীর নন্দনগাছীতে ১৪৪ ধারা

রাজশাহী সংবাদদাতা : চারঘাট উপজেলার নন্দনগাছীতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে একই সময় সমাবেশ ডাকায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শরিফুন্নেসা জানান, নন্দনগাছী হাইস্কুল মাঠে বিকেল ৩টায় আওয়ামী লীগ অবরোধবিরোধী ও বিএনপি অবরোধের সমর্থনে সমাবেশের ডাক দেয়। এমন পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার নন্দনগাছীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে নন্দনগাছী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর