thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

টাইগারদের ছন্দময় ব্যাটিং, অসহায় কিউইরা

২০১৩ অক্টোবর ২৪ ১০:১৯:৪৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
টাইগারদের ছন্দময় ব্যাটিং, অসহায় কিউইরা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ছন্দময় ব্যাটিং করেছে বাংলাদেশ। মমিনুল হকের শতকের পাশাপাশি অর্ধশতক করেছেন তামিম ইকবাল। সবমিলে চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে স্বাগতিকরা। এগিয়ে আছে ১১৪ রানে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটি গড়ার আগেই সেটা ভেঙে দেন নেইল ওয়াগনার। নিজের নামের পাশে ২২ রান যোগ করেই সাজঘরে ফেরেন এনামুলক হক। ওয়াগনারের বলে ফুলটনের হাতে ক্যাচ দেন তিনি।

এনামুলের বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি বাঁধতে মাঠে আসেন মার্শাল আইয়ুব। না, তিনিও থিতু হতে পারেননি। একই বোলারের দ্বিতীয় শিকার হন তিনি। অবশ্য ড্রেসিং রুমে ফেরার আগে ৯ রান করতে সামর্থ হন এ ব্যাটসম্যান।

পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা বেকাদায় পড়লেও তৃতীয় উইকেট জুটিতে ধাক্কা সামলে উঠে স্বাগতিকরা। এ জুটিতে তামিমের সঙ্গে দারুণ ছন্দময় ব্যাটিং করেন চট্টগ্রাম টেস্টে শতক হাঁকানো মমিনুল হক।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে শতক (১২৬*) করেছেন মমিনুল। এর মধ্যদিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় শতক পূর্ণ করেছেন এ ক্রিকেটার।

মমিনুল শতক করলেও হতাশ হয়েছেন তামিম। নিজের স্বভাবসূলভ খেলার বিপরীতে খেলেও শতক করতে পারেননি। প্রথম ইনিংসে ৯৫ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৭০ রানে তাকে থামিয়ে দেন উইলিয়ামসন।

সকালের শুরুতে ধুঁকতে থাকলেও তামিম ও মমিনুলের ব্যাটিংয়ে দিন শেষ শক্ত অবস্থানে বাংলাদেশ। সফরকারী বোলারদের হতাশ করে শতক ও অর্ধশতক করার পাশাপাশি লিডও নিয়েছে স্বাগতিকরা। মমিনুল সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩২*)।

দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছিল।

স্কোর:

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৬৯/৩ (মমিনুল ১২৬*, তামিম ৭০, সাকিব ৩২*; ওয়াগনার ২/৫২)

বাংলাদেশ প্রথম ইনিংস : ২৮২/৫ (তামিম ৯৫, মার্শাল ৪১, মমিনুল ৪৭, সাকিব ২০, নাসির ১৯; ২/৪২ ওয়াগনার)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৪৩৭ (অ্যান্ডারসন ১১৬, উইলিয়ামসন ৬২, ওয়াটলিং ৭০*, সোধি ৫৮, টেলর ৫৩; সাকিব ৫/৯৭)

(দি রিপোর্ট২৪/সিজি/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর