thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে গাড়ি ভাঙচুর, আটক ১৩

২০১৩ ডিসেম্বর ১০ ১২:৫২:৫৪
সিলেটে গাড়ি ভাঙচুর, আটক ১৩

সিলেট সংবাদদাতা : সিলেটে গাড়ি ভাঙচুর, বিচ্ছিন্ন পিকেটিং, ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের মধ্য দিয়ে ১৮ দলের অবরোধ ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনের শুরুতে সিলেট নগরীর সোবহানীঘাট, ঝর্ণারপাড়, ও বাগবাড়িসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবির। এ সময় বালুচর এলাকায় ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

এদিকে ভোর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রশিবিরের ১০ ও বিএনপির ৩ কর্মীসহ ১৩ জনকে আটক করে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ুব বিএনপি-ছাত্রশিবিরের ১৩ জনকে আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এদিকে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও রাজপথে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে বুধবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর