thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাতক্ষীরায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ১০ ১৩:৪১:২৭
সাতক্ষীরায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-যশোর সড়কে মঙ্গলবার সকালে শহরের কদমতলা এলাকায় টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দল নেতাকর্মীরা।

এদিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাকাল, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটাসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হরতাল ও অবরোধকারীরা।

নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবরোধকারীরা শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ওইসব স্থান থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর