thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইবে পরিবার

২০১৩ ডিসেম্বর ১০ ১৪:৫০:৪৬
কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইবে পরিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার সঙ্গে সাক্ষাৎ করতে দুই-এক দিনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করবে তার পরিবার।

কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল দ্য রিপোর্টকে জানান, ‘আব্বুর সঙ্গে দেখা করতে দুই-এক দিনের মধ্যেই পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’

তিনি বলেন, ‘আব্বু রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন (প্রাণভিক্ষা) করবেন কী করবেন না, তা পূর্ণাঙ্গ রায় পড়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আব্বুকে রায়ের অংশবিশেষ পড়ে শোনানো হয়েছে। কারা কর্তৃপক্ষ তাকে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশনের জন্য বারবার বলছেন। কিন্তু আব্বু তাদের জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ রায় পড়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কী চাইবেন না।’

এ বিষয়টি তিনি আজ (মঙ্গলবার) আইনজীবীদের কাছেও জানিয়েছেন- বলে জানান হাসান জামিল।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে সাক্ষাত করেন তার আইনজীবীরা। বেলা ১১টার দিকে দিকে জেল গেটে সিনিয়র জেল সুপার ফোরকান আলী সাংবাদিকদের জানান, ‘কাদের মোল্লাকে রায় পড়ে শোনানো হয়েছে। তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কী না জিজ্ঞাসা করা হলে আমাদের কোনো মতামত জানাননি।’

(দ্য রিপোর্ট/কেএ/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর