thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দুই ম্যানচেস্টারের জয়

২০১৩ অক্টোবর ২৪ ১১:০৪:১১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দুই ম্যানচেস্টারের জয়
দিরিপোর্ট২৪ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর জোড়া গোলে তারা ২-১ ব্যবধানে জিতেছে সিএসকেএ মস্কোর বিপক্ষে। আর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়েল সোসিয়েদাদকে।

রাশিয়ার রাজধানীতে আয়োজিত ম্যাচে স্বাগতিক ক্লাব মস্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৩২ মিনিটে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড জোরান তোসিচ।

পিছিয়ে পড়েও খেলায় আধিপত্য নিতে বেশিক্ষণ সময় নেয়নি ম্যানসিটি। ৩৪ মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনো দল। তাই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এ জয়ে ‘ডি’ গ্রুপের তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংলিশ ক্লাবটি। সমান ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।

এদিকে ‘এ’ গ্রুপের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ১-০ গোলে জিতেছে সোসিয়েদাদের বিপক্ষে। খেলায় গোল করতে পারেনি রেডডেভিলসরা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে জিতেছে ডেভিড মোয়েসের দল।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানির ক্লাব বায়ের লেভারকুসেন।

(দিরিপোর্ট২৪/সিজি/এএস/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর